গীতিকার: লালন ফকির
শিরোনাম: ভেবোনা ভেবোনা ও রাই আমি এসেছি
ভেবোনা ভেবোনা ও রাই আমি এসেছি ।
আমি যে তোমায় বড় ভালবাসি ॥
তুমি ভালবাসো মনে মনে আমি বাসি তোমায় প্রাণে প্রাণে ।
শয়নে কি স্বপনে তোমায় না হেরিলে বৃন্দাবনে ছুটে আসি ॥
খুজলে পাবে কোথা বনে আসা যাওয়া আমার নিষ্ঠুর মনে ।
কখনো থাকি শ্রী বৃন্দাবনে কখনো গোচারণে কখনো বাজাই বাঁশি ॥
মনে করো ও কমলিনী তুমি তো প্রেমের সোহাগিনী ।
তাইতে লালন ভনে প্রেমকাহিনী রাইপ্রেমে মগ্ন দিবানিশি ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৭৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা