গীতিকার: লালন ফকির
শিরোনাম: ভবে আশেক যার লজ্জা কী তার সে খোজে দ্বীনবন্ধুরে
ভবে আশেক যার লজ্জা কী তার সে খোজে দ্বীনবন্ধুরে ।
সে খোজে প্রাণভরে দীনবন্ধু প্রাণসখা দেখা দাও মোরে ॥
বাহ্য কাজ তাজ্য করে নয়ন দুটি রুপের ঘরে ।
সদাই থাকে ঐরুপ নিহারে শয়নে স্বপনে কভু সেরুপ ভুলতে না পারে ॥
আশেকের ভেদ মাশুক জানে জানেনা আর অন্যজনে ।
সদাই থাকে রুপবদনে রুপের মালা হৃদয়ে গেঁথে ভাসে প্রেমসাগরে ॥
মরণের ভয় নাইকো তার রোজ কেয়ামত রোজের মাঝার
মুর্শিদ রুপটি করে সে সার তাজমালা সব ফেলে লালন যায় ভবসিন্ধু পাড়ে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৫৫
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা