গীতিকার: লালন ফকির
শিরোনাম: ভবে এসে রঙ্গরসে বিফলেতে জনম গেলো
ভবে এসে রঙ্গরসে বিফলেতে জনম গেলো ।
কবে করবো ভজন ধর্মযাজন দিনে দিনে দিন ফুরালো ॥
থাকবে চাপা কদাচ করেছো যে সকল কাজ ।
তোমার নিজমুখে তার সম্মুখে ব্যাক্ত হবে মন্দভালো ॥
পূণ্যধর্ম হিতকর্ম চেনে তার নিগূঢ়মর্ম ।
যাতে হবে মন্ত তাই পছন্দ করেছো আজন্মকাল ॥
আপন পাপ স্বীকার করি সিরাজ সাঁইয়ের চরণ ধরি ।
লালন বলে পূণ্য পাবো স্বর্গে যাবো এর চেয়ে আর কী ভাবো ॥

তথ্য