গীতিকার: লালন ফকির
শিরোনাম: ভবে কে তাহারে চিনতে পারে
ভবে কে তাহারে চিনতে পারে ।
এসে মদীনায় তরিক কে জানায় এ সংসারে ॥
সবাই বলে নবী নবী নবীকে নিরঞ্জন ভাবি ।
দেল ঢুড়িলে জানতে পাবি আহমদ নাম হলো কারে ॥
যার মর্ম সে যদি না কয় কার সাধ্য সে জানতে পায় ।
তাইতে আমার দ্বীন দয়াময় মানুষরুপে ঘোরে ফেরে ॥
নফি এজবাত যে বোঝেনা মিছে রে তার পড়াশোনা ।
লালন কয় ভেদ উপাসনা না জেনে চটকে মারে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৩৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা