গীতিকার: লালন ফকির
শিরোনাম: ভবে মানুষ গুরু নিষ্ঠা যার
ভবে মানুষ গুরু নিষ্ঠা যার ।
সর্বসাধন সিদ্ধি হয় তার ॥
নদী কিংবা বিল বাওড় খাল সর্বস্থলে একই এক জল ।
একা মেরে সাঁই ফেরে সর্বঠাই মানুষে মিশিয়ে হয় বেদান্তর ॥
নিরাকারে জ্যোতির্ময় যে আকার সাকার হইলো সে ।
যেজন দিব্যজ্ঞানী হয় সে জানতে কলিযুগে হয় মানুষ অবতার ॥
বহুতর্কে দিন বয়ে যায় বিশ্বাসে ধন নিকটে রয় ।
সিরাজ সাঁই ডেকে বলে লালনকে কুতর্কের দোকান করিসনে আর ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩০৮
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫১৯