গীতিকার: লালন ফকির
শিরোনাম: ভবে নামাজি হও যেজনা
ভবে নামাজি হও যেজনা
নুক্তা চিনে করো ঠিকানা ॥
নুক্তার জন্ম হয় কীসে একথা মানুষের কাছে
জের জবর তাশদীদ দিয়ে ভেঙেছেন কোরাণখানা ।
নবীজি তার করেছেন মানে মোল্লারা তা জানেনা ॥
যার নুক্তা নিরুপণ দিয়ে প্রেমে দুইনয়ন
ঘড়ি ঘড়ি হচ্ছে নামাজ ঠিক আছে মন ।
নুক্তা নিরিখ হইলো ঠিক ওয়াক্ত নফল লাগবে না ॥
আল্লা বলে হাম নবী তোমারই এসব কাম
দশ হরফ বাতুন রেখে ভেজিলে কোরাণ রব্বানা ।
দশ হরফের মানে না জানিলে লালন কয় সে ফকীর না ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩০৭
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫১৮