গীতিকার: লালন ফকির
শিরোনাম: ভজা উচিত বটে ছড়ার হাড়ি
ভজা উচিত বটে ছড়ার হাড়ি ।
যাতে শুদ্ধ করে ঠাকুরবাড়ি ॥
চণ্ডীমণ্ডপ আর হেসেল ঘর দুয়ার ।
কেবল শুদ্ধ করে ছড়ার নুড়ি ॥
ছড়ার হাদির জল ক্ষণেক পরশে ফল ।
ক্ষণেক ছুসনে বলে করো আড়ি ॥
ছড়ার হাড়ির মতো আছে আরো এক তত্ব ।
লালন বলে জাগাও আগে বুদ্ধির নাড়ি ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩০৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫১৬