গীতিকার: লালন ফকির
শিরোনাম: ভজো মুর্শিদের কদম এইবেলা
ভজো মুর্শিদের কদম এইবেলা ।
চার পেয়ালা হৃৎকমলে ক্রমে হবে উজালা ॥
নবীজির খান্দানেতে পেয়ালা চারিমতে ।
জেনে লও দিন থাকিতে ওরে আমার মনভোলা ॥
কোথায় আবহায়াত নদী ধারা বয় নিরবধি ।
সে ধারা ধরবি যদি দেখবি অটলের খেলা ॥
ওপারে ছিলাম ভালো এপারে কে আনিলো ।
লালন কয় তারে ভুলে করোনা অবহেলা ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৩২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫১২