গীতিকার: লালন ফকির
শিরোনাম: ভজো মুর্শিদের কদম এইবেলা
ভজো মুর্শিদের কদম এইবেলা ।
চার পেয়ালা হৃৎকমলে ক্রমে হবে উজালা ॥
নবীজির খান্দানেতে পেয়ালা চারিমতে ।
জেনে লও দিন থাকিতে ওরে আমার মনভোলা ॥
কোথায় আবহায়াত নদী ধারা বয় নিরবধি ।
সে ধারা ধরবি যদি দেখবি অটলের খেলা ॥
ওপারে ছিলাম ভালো এপারে কে আনিলো ।
লালন কয় তারে ভুলে করোনা অবহেলা ॥

তথ্য