গীতিকার: লালন ফকির
শিরোনাম: ভজো রে আনন্দের গৌরাঙ্গ
ভজো রে আনন্দের গৌরাঙ্গ ।
যদি তরিতে বাসনা থাকে ধরোরে মন সাধুর সঙ্গ ॥
সাধুর গুণ যায়না বলা শুদ্ধচিত্ত অন্তরখোলা ।
সাধুর দরশনে যায় মনের ময়লা পরশে প্রেমতরঙ্গ ॥
সাধুজনার প্রেমহিল্লোলে কতো মানিক মুক্তা ফলে ।
সাধুগুরু কৃপাবলে দেয় প্রেমময় প্রেমাঙ্গ ॥
সাধুর সঙ্গগুণে রঙ্গ ধরিবে পূর্বস্বভাব দূরে যাবে ।
লালন বলে পাবে প্রাণের গোবিন্দ করোরে সৎসঙ্গ ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২১৯
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫১৩