গীতিকার: লালন ফকির
শিরোনাম: ভজো রে জেনে শুনে নবীর কলেমা কালেন্দা আলী হন দাতা
ভজো রে জেনে শুনে নবীর কলেমা কালেন্দা আলী হন দাতা ।
ফাতেমা দাতা কী ধন দানে ॥
নিলে ফাতেমার স্মরণ ফতেহ হয় করণ ।
আছে ফরমান সাঁইর জবানে ॥
সৃষ্টিকর্তা সৃষ্টি করলেন সবারই যুগে যুগে মাতা হন যুগেশ্বরী ।
সুযোগ না বুঝিয়ে কুযোগে মজিয়ে জীব মারা গেলো ঘোর তুফানে ॥
শুনেছি মা তুমি অবিম্বধারী বেদান্তের উপর গম্ভু তোমারই ।
তোমার গম্ভু বোঝা ওরে মন আমার ভুলে রইলাম ভবের ভাবভূষণে ॥
সাড়ে সাত পন্তি পথের দাড়া আদ্যপন্তি তার আদ্য মূলগোড়া ।
সিরাজ সাঁইর চরণ ভুলে রে লালন অঘাটেতে মারা যাচ্ছে কেনে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৩৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫১৫