গীতিকার: লালন ফকির
শিরোনাম: ভজনের নিগূঢ় কথা যাতে আছে
ভজনের নিগূঢ় কথা যাতে আছে ।
ব্রহ্মার বেদ ছাড়া ভেদ বিধান সে যে ॥
চারবেদে দিক নিরুপণ অষ্টবেদ বস্তুর কারণ ।
রসিক হইলে জানে সেজন আর ঠাই মিছে ॥
অপরুপ সেই বেদ দেখি পাঠক তার অষ্টসখি ।
ষড়তত্ব অনুরাগী সেই জেনেছে ॥
ভক্তিরাগ নাস্তি করো মুক্তিপদ শিরে ধরো ।
শক্তিসারতন্ত্র পড়ো ঘোর যাক ঘুচে ॥
সাঁইয়ের ভজন হেতুশূণ্য ঐ বেদ করি গণ্য ।
লালন কয় ধন্য ধন্য যে তাই খোজে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩০৫
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫১৪