গীতিকার: লালন ফকির
শিরোনাম: ভক্তি না হলে মাওলার দিদার কি মেলে
ভক্তি না হলে মাওলার দিদার কি মেলে ।
মানুষরুপে দ্বীন দয়াময় চেনো তারে খেয়ালে ॥
ইব্রাহিম খলিলুল্লা ছিলো মাওলা তার মন বুঝিলো ।
আপন পুত্র কোরবানী দিলো মাওলাকে পাবার আশে ॥
মাওলাকে জানিবে যেমন ফকীরকেও জানিবে তেমন ।
আলেমে পায় দরশন ফকীর হালসে বেহালে ॥
হরদম যে করে জিকির তাহারে জানিও ফকীর ।
খোদ খোদা তার কলবে হাজির ফকীর লালন তাই বলে ॥

তথ্য