গীতিকার: লালন ফকির
শিরোনাম: ভুলবোনা ভুলবোনা বলি কাজের বেলায় ঠিক থাকেনা
ভুলবোনা ভুলবোনা বলি কাজের বেলায় ঠিক থাকেনা ।
আমি বলি ভুলবো নারে স্বভাবে ছাড়েনা মোরে
কটাক্ষে মন পাগল করে দিব্যাজ্ঞানের দেয়রে হানা ॥
সঙ্গগুণে রঙ্গ ধরে জানলাম কার্য অনুসারে
কুসঙ্গে সম্বন্ধ জুড়ে সুমতি মোর গেলো ছেড়ে
খাবি খেলাম আপায় পড়ে এ লজ্জা মলেও যায়না ॥
যে চোরের দায় দেশান্তরী সে চোর হলো সঙ্গধারী
মদনরাজার ডঙ্কা ভারী কামজ্বালা দেয় অন্তপুরী
ভুলে যায় মোর মনকাণ্ডারী কি করবে গুরুজনা ॥
রঙ্গে মেতে সঙ সাজিয়ে বসে আছি মগ্ন হয়ে
সুসঙ্গের সঙ্গ করে জানতাম যদি সুসঙ্গেরে
লালন বলে তবে কিরে ছ্যাচড়ে মারে মালখানা ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৯৯
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা