গীতিকার: লালন ফকির
শিরোনাম: ভুলোনা মন কারো ভোলে
ভুলোনা মন কারো ভোলে ।
রসুলের দ্বীন সত্য মানো ডাকো সদাই আল্লা বলে ॥
খোদাপ্রাপ্তি মূল সাধনা রসুল বিনে কেউ জানেনা ।
জাহের বাতেন উপাসনা রসুল হতে প্রকাশিলে ॥
দেখাদেখি সাধলে যোগ বিপদ ঘটবে বাড়বে রোগ ।
যেজন হয় শুদ্ধ সাধক সেই রসুলের ফরমানে চলে ॥
অপরকে বুঝতে তামাম করেন রসুল জাহেরা কাম ।
বাতেনে মশগুল মোদাম কারো কারো জানাইলে ॥
যেরুপ মুর্শিদ সেইরুপ রসুল যে ভজে সে হয় মকবুল ।
সিরাজ সাঁই কয় লালন কি কুল পাবি মুর্শিদ না ভজিলে ॥

তথ্য