অবেলায়

                            এক
                        অবেলায়-
অবেলায় প্রিয়তম এ যে অবেলায় !
তেয়াগিয়া বালিকার শরম (ভরম) সব লাজ
খুলে দিলে হৃদয়ের চির-রুদ্ দ্বার যবে আজ,
            সংকোচের নিষ্ঠুরতা দলি দুটি পায়
            আত্মপ্রকাশিলে এসে দীপ্ত গরিমায়,-
                        মরমের কথা
                        চাপা ব্যাকুলতা
            স্রোত হয়ে বয়ে গেল ক্ষিপ্ত বেদনায়,-
                            অবেলায়-
            অবেলায় প্রিয়তম এ যে অবেলায়।

                            দুই
দুনিয়ার বিষ-মাখা শত তীক্ষ্ণ তীর
                কলিজা করেছে চৌচির,
নীল হয়ে গেছে সারা বুকের রুধির,-
                বেদনার অবিশ্রান্ত ঘায়ে
সোনার দেউল গেছে চুরমার হয়ে,-
তবুও একাটি এই জীবনের তীরে
রাখিয়াছি প্রাণপণে সারা বক্ষ ঘিরে
তোমারে সে নিবেদিত মম অর্ঘ্য-ডালি,
ওগো দেবি, আজো শুধু পূত অশ্রু ঢালি!
সে ব্যথা কি এতদিনে বেজেছে হিয়ায়?
কেন এলে পথে পুন জীবন-সন্ধযায়?
                    অবেলায়
অবেলায়. প্রিয়তম এ যে অবেলায়!

                    তিন
মনে পড়ে যৌবনের পশরাটি শিরে
যখন আসিতেছিনু নিরাশায় ফিরে,-
               
অজয়ের কুলে
'কি জানি কেমনে দুটো গুলঞ্চের ফুলে
                সব গেনু ভুলে!
শত সাধনার সেই হিমখানি
বিকানু তোমার পায়ে, ওগো প্রিয়তম!
                লাজ-মৌন তুমি
মাথা নত করে ছিলে বনলতা তুমি,-
                তারপর?
                তারপরে, হায়।
তুমি কোথা ভেসে গেলে, আমি বা কোথায়!
আজো সেই প্রশ্ন জাগে, 'কোথায়? কোথায়?'
                মাঝ-পথে কোথা হতে এসে
'আসিয়াছি' বলি প্রিয় ডাক দাও হেসে,-
ছি ছি হাসি যাবে পুন আখি-নীরে ভেসে
                ঐ শোনো ডাক যত বন-লতিকায়,-
                        অবেলায়-
                অবেলায় প্রিয়তম এ যে অবেলায় !

                        চার
        মনে পড়ে, অদেখার কত সে বরষ,
        স্বপনের ব্যথা-ভরা কত সে হরষ,
        স্বপ্ন-অবসানে পুন সারা বিশ্ব জুড়ে
        সে কি কান্না ব্যর্থতার মাথা খুঁড়ে খুড়ে-
               
আজ প্রিয় সব মনে পড়ে।
                        তারপর!
        তারপর মূঢ় এক শান্তি এল নেমে,-
        প্রিয়তম, আজ সব চাওয়া গেছে থেমে।
    ‌    বেদনার মাঝে সুপ্ত আনন্দের রেখা
       
আজি এ শেষের দিনে দিয়াছে সে জ্যোতি হয়ে দেখা।
        কোথা ছিল এত আলো এত আধিয়ায়?
        আর কেন দেবি এ ডাক শোনা যায়
        সব-ভালো দেশ হতে 'আয় আয় আয়'
(মম) একা পথে একা সুর এক বাজি যায়-
                    অবেলায়
        অবেলায় প্রিয়তম এ যে অবেলায় !
       

সাধনা পত্রিকার 'কার্তিক ১৩২৭' সংখ্যায় কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল।