আত্মকথা

জন্মাবধি আসছি বলে, আমিই শুধু আমার মতো;
বাঁধতে তবু ব্যস্ত আছো নিয়ম-ফাঁসে তোমরা যত।
তোমাদের ঐ হাজার বাঁধন, হাজার কাঁদন, হাজার মরণ,
ভাবতে গেলেও শিউরে উঠি, দূরে যাক তার অনুকরণ
তোমাদের ঐ লক্ষ কাঁদন, নিত্যি ভালো-বাসাবাসি,
আমি সিন্ধু লহর মাঝে নিত্য ডুবি, নিত্য ভাসি।
নিত্যি শুনাই, 'লক্ষ্মীছাড়া নিয়ম-আগল মানেই না'
কৈফিয়তের তলব তবু নিত্যি আসে, ছাড়েই না।
রুপার শিকল পরিয়ে পায়ে নিয়ম-খাঁচায় পুরতে যাওয়া,
আমার নিকট তেমনি, যেষন__পাহাড় ফুঁয়ে উড়িয়ে দেওয়া।
তোমরা হাজার ফুলের রাশি দেখবে, শুনবে মধুর বাঁশি;
আমার তরে তৈরি সদাই মিষ্টি কারা, যষ্টি, ফাঁসি।
তাদের সাথে করতে প্রণয় সময় যে ভাই দেওয়াই চাই;
তোদের তো ভাই মুখের পিরিত, তারা যে মোর প্রাণের ভাই।
ভূলব না ভাই তোদের তবু, মনে প'লেই আসব ধেয়ে,
একঘেয়ে এ নিয়ম-দড়ায় বাধিস্‌নে ভাই, রাখছি গেয়ে।