ফুল-ছড়ি

গোলাপ-ঝুঁড়ির ডাক শুনেছে আজ বঝি বুলবুল,
তাই তো এত গুনগুনানি সব কাজই ভুল ভুল!
হুর-কুমারীর খত্‌ পেয়েছে আজ বুঝি বুলবুল॥

                পরীস্থানের কোন্‌ পরী
                কোন্‌ সে কোকাফ্‌-সুন্দরী
চোখ-ইশারায় ডাক দিল তাই মন করে চুলবুল,
খোশ-খুমারে সুর্মা-ডাগর চোখ করে ঢুলছুল।
ভোরের বাশির সুর শুনেছে ওই খ্যাপা বুলবুল॥

                মন ছুটে যায় আসমানে,
                আজ তা কি আর রাশ মানে?
লাল পরীকে আনতে দুল্‌হার ছুটেছে দুলদুল,
উড়ছে আতর, পুড়ছে দেদার ধূপ-ধুনো গুল্‌গুল্
বেহেশ্‌তি খত পেয়ে সারা দুনিয়াটা মশগুল॥ 

                সওদা খুশির আজকে ভাই,
                বাৎ বেহুদা কইতে নাই;
একটা কথা, কওসর এ ভাই নয় শুধু বিলকুল,-
কাদাও লাগে, কাটাও ফোটে তুলতে কমল-ফুল-
কাছকে ছেড়ে দূরকে চাওয়া সেই সে সেরেফ্‌ ভূল॥

                আসলে ব্যথা চোখের জল
                তাকেই করো শোকের বল,
মন দিয়ে মন পাও যদি সেই সাতশো রাজার তুল।
কাছকে ছেড়ে দূরকে চাওয়া সেই সে সেরেফ্‌ ভুল॥

                এই অজানার এই যে হাত
                আনতে পারে জাবে-হায়াত               
এ হাত ধরেই তরবে জীবন পুল-সেরাতের পুল।
ভয় কি তবে বাজাও বগল, আমরা ছড়াই ফুল॥