অগ্রন্থিত কবিতা
কাজী নজরুল ইসলাম


কালোর উকিল 
কালো 'আমি'র কনে হলো সুদরী এক মেয়ে,
রঙটি গো তার হিঙুলবরণ দুধে-আলতার চেয়ে।
তাই না দেখে বৌদিদিরা বললে সেদিন হেসে,
পাকা দাড়িম করলে চুরি দাড়কাকে এক এসে'
কইনু আমি বৌদিদিদের,-'এ তোমাদের ভুল,
তার চেয়ে কও গোলাপ-কলি তুলেছে বুলবুল।'
'শালাজ'রা কন, 'না- না, এ ঠিক টিকের মুখে আগুন'
চাষাদের বৌ কয়, 'আহা, এ বানরের হাতে বাগুন !'
প্রিয়া আমার কইলেন, 'বেশ, ভোমরাও তো কালো'
কোকিল কালো, কাজল কালো, কালো সবই ভালো
এই না শুনে কূজন ধরে অহম্‌ কালো কোকিল,
চুম্বনেরি 'ফি' দিয়ে তাঁয় কইলে, 'সাবাস উকিল !'

 

'নূর' জ্যৈষ্ঠ ১৩২৭ (মে-জুন ১৯২০) প্রকাশিত হয়েছিল। এই কবিতাটি নজরুলের জীবদ্দশায় কোনো গ্রন্থে অন্তর্ভুক্ত হয় নি।