শ্রীমতী রাণু সোমকে
মাটির ঊর্ধ্বে গান গেয়ে ফেরে
স্বরগের যত পাখি,
তোমার কণ্ঠে গিয়াছে তাহারা
তাদের কণ্ঠে রাখি।
যে গন্ধর্ব-লোকের স্বপন
হেরি মোরা নিশিদিন,
তুমি আনিয়াছ কণ্ঠ ভরিয়া
তাদের মুরলি বীণ।
তুমি আনিয়াছ শুধু সুরে সুরে
ভাষাহীন আবেদন,
যে সুরু-মায়ায় বিকশিয়া ওঠে
শশী তারা অগণন।
যে সুরে-স্বরগে স্তব-গান গাহে
সুন্দর সুরধুনী,
অসুন্দর এই ধরায় তোমাযর
কণ্ঠে সে গান শুনি
কবিদা
বনগ্রাম, ঢাকা
৭ আধাঢ় ১৩৩৫