সারস পাখী
এক
সারস পাখী! সারস পাখী!
আকাশ-গাঙের শ্বেত কমল !
পুষ্প-পাখি ! বায়ুর ঢেউ-এ
যাস ভেসে তুই কোন মহল?
তোরে ময়ূরপঙ্খী করি
পরীস্থানের কোন কিশোরী
হালকা পাখার দাঁড় টেনে যায়?
নিম্নে কাঁপে সাগর-জল।
গগন-কুলে ঘৃম ভেঙে চায়
মেঘের ফেনা অচঞ্চল!
দুই
দিখির তীরের কুমুদ-কুঁড়ি
রাঙা চরণ মৃণাল তোর
তুলতে এসে চমকে
মাঠের রাখাল থল্-ভোমোর।
পালক-মুকুল পাপড়ি খুলি
যাস উড়ে তুই লহর তুলি,
খোকা ভাবে চাঁদ উড়ে যায়,
চাঁদ ভাবে তুই ফুল-চকোর।
চঞ্চুতে তোর জল ঢেলে দেয়
নীল যমুনার মেঘ-কিশোর !
তিন
কানন-শাখার নীড়-খসা ফুল!
দুলবি রে তুই কণ্ঠে কার?
দিগ্বালিকার মুক্তামালা,
ভাদর-দিঘির চন্দ্রহার !
আকাশ-খুকির রূপার ঘুমুর !
যাস নেচে তুই ঝুমুর ঝুমুর,
তমাল ভাবে শুভ্র ময়ূর,
ময়ূর ভাবে মেঘ-তুষার।
'দিবাশেষের বিদায়-বাণী
আনন্দগান শ্বেত উষার॥
"শিশু-মহল'
প্রথম সংখ্যা ১৩৩৪