শিশু সওগাত


ওরে শিশু, ঘরে তোর এল সওগাত,
আলো পানে তুলে ধর ননি-মাখা হাত!

নিয়ে আয় কচি মুখে আধো আধো বোল,
তুলতুলে গাল-ভর টুলটুলে টোল।
চকচকে চোখে আন আলো ঝিকমিক,
খুলে দে রে তুলে দে রে আঁধারের চিক।

বাঁধ ভেঙে ছুটে যায় দস্যুর দল,
মরা গাঙে নিয়ে আয় জোয়ারের জল !
ধরাতল টলমল পদভরে তোর,
লুঠ কর্‌ গুলবাগ নওল কিশোর।

তোরে চেয়ে নিতি রবি ওঠে পুরবে,
তোর ঘুম ভাঙিলে যে প্রভাত হবে।
ডালে ডালে ঘুম-জাগা পাখিরা নীরব,
তোর গান শুনে তবে ওরা গাবে সব।
পরাতে না পেয়ে তোর নয়নে কাজল
আকাশের নীল চোখ করে ছলছল।

তোর দিন অনাগত, শিশু তুই আয়,
জীবন-মরণ দোলে তোর রাঙা পায়।
তোর চোখে দেখিয়াছি নবীন প্রভাত,
তোর তরে আজিকার নব সওগাত।

'শিশু সওগাত
প্রথম বর্ষ, প্রথম সংখ্যা
মাঘ ১৩৪৪