স্রোতের ফুল

সুন্দর করে অবহেলার শিথিল মুঠি হতে
পড়নু খসে লীলা-কমল, ভেসে বেড়াই সোঁতে।

কে তুলে নেয় আদর করে, একটুখানি শুঁকে
দেয় ফেলে ফের স্রোতের জলে: কেউ বা চাপে বুকে,
মলিন করে দেয় গো ফেলে। -আবার ভেসে যাই,
খোঁপায় তুলে নেবে গো যে, তারির পানে চাই।
এ অভিমান নাই গো, প্রিয়, খোঁপায় তোমার উঠি।
আমায় দলে আলতা পরে -কিংবা কুটি কুটি
করো চারু দশন দিয়ে- না হয় নখে ছিঁড়ে।
আর যেন না ভেসে বেড়াই চোখের জলের ভিড়ে।