সুররাখি

তোমার কণ্ঠে বাঁধিয়াছে নীড় সুরের দেশের পাখী
সুরেশ্বরের হস্তে বাধুক তোমার সুরের রাখী।

ষসীর বাণী এসেছ বহিয়া আকুল কণ্ঠে পরে,
ফুলঝুরি-সম তৃষিত ধারায় পড়ুক তাহাই ঝুরে।
হেম-গিরিতলে কাদে যে নিঝর প্রকাশের পথ খুঁজি,
তোমার কণ্ঠে গুমরিছে আজো তারি আকুলতা বুঝি !
যে পুব-হাওয়ায় আখি খোলে কেয়া, শিহরায় নীপবনে,
সেই বাতাসের বাজছে আভাস তোমার গুঞ্জরণে।
তুমি আনিয়াছ সুরধনী ছানি যে-সুরের রূপলীলা
তারি রঙে তুমি অশ্রুর মেঘে করো নিতি রঙ্গিলা।

শ্রীহট্ট
৭ই কার্তিক ১৩৩৫