কচুরী-পানা
কাজী নজরুল ইসলামের রচিত একটি গীতিআলেখ্য। ১৯৩৯ খ্রিষ্টাব্দের ৩০ ডিসেম্বর কলকাতা বেতার কেন্দ্র থেকে প্রচারিত
'পল্লী মঙ্গল' আসরে এই গীতি আলেখ্যটি প্রচারিত হয়েছিল।

বেতার জগৎ-এর ১০ম বর্ষ ২৪শ সংখ্যার অনুষ্ঠান সূচীতে [পৃষ্ঠা: ৯৮৬] এই গীতি আলেখ্য সম্পর্কর যা জানা যায়, তা হলো-
সম্প্রচার কেন্দ্র: কলকাতা বেতার কেন্দ্র
সম্প্রচারের তারিখ: শনিবার, ৩০ ডিসেম্বর ১৯৩৯, ১৪ পৌষ ১৩৪৬
সময়: সান্ধ্য অনুষ্ঠান। ৫.০০-৫.৩৯ মিনিট
অনুষ্ঠানের নাম: পল্লীমঙ্গলের আসর. 'কচুরীপানা'
 

এই গীতি-আলেখ্যে ১টি গান প্রচারিত হয়েছিল। গানটি হলো-

ধ্বংস কর এই কচুরী-পানা  [তথ্য]