বনবাণী

উৎসর্গ
 

ভারতের অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীত কলা-বিদ
                আমার গানের ওস্তাদ
     জমীরুদ্দিন খান সাহাবের দস্ত মোবারকে-।

তুমি বাদশাহ গানের তখ্‌ত নশীন,
সুর-
লায়লীর দীওয়ানা মজনু প্রেম-রঙিন।
কণ্ঠে তোমার স্রোতস্বতীর উছল-গীতি,
বিহগ-কাকলি, গন্ধর্ব্ব-লোকের স্মৃতি।
সাগরে জোয়ার সম তব তান শান্ত উদার,
হৃদয়ের বেলাভূমে নিশিদিন ধ্বনি শুনি তার।
খেলায় তোমার সুরগুলি পোষা পাখির মতো
মু্ক্ত-পক্ষ চঞ্চল-গতি লীলা-রত।
বীণার বেদনা বেপুর আকুতি তোমার সুরে,
ব্যথা-হত ভোলে ব্যথা তার, সুখী ব্যথায় ঝুরে।
সুর-শা'জাদির প্রেমিক পাগল হে গুণী তৃমি,
মোর 'বন-গীতি' নজরানা দিয়া দস্ত চুমি।
 

কলিকাতা                    নজরুল ইসলাম
১লা আশ্বিন
১৩৩৯।