বুলবুল
দ্বিতীয় খণ্ড
কত ফুল তুমি পথে ফেলে দাও
মালা গাঁথ অকারণে।
আমি চেয়েছিনু একটি কুসুম, সেই কথা পড়ে মনে॥
তব ফুল বনে কত
ছায়া দোলে
জুড়াইতে
চেয়েছিনু, তারি তলে,
চাহিলে না ফিরে
চলে গেলে ধীরে
ছায়া-ঢাকা অঙ্গনে।
সেই কথা পড়ে মনে॥
অঞ্জলি পাতি চেয়েছিনু, তব ভরা ঘটে ছিল বারি,
শুষ্ক-কণ্ঠে ফিরিয়া আসিনু পিপাসিত পথচারী।
বহু যুগ পরে
দাঁড়াইনু এসে
তোমারি দুয়ারে
উদাসীন বেশে
শুকানো মালিকা
কেন দিলে তুমি
তব ভিক্ষার সনে।
সেই কথা পড়ে মনে॥
৯৫
নতুন পাতার নূপুর বাজে দখিনা বায়ে
কে এলে গো, কে এলে গো চপল পায়ে॥
ছায়া-ঢাকা আমের ডালে চপল আঁখি
উঠ্ল ডাকি বনের পাখি' উঠ্ল
ডাকি ।
নতুন চাঁদের জোছনা মাখি সোনাল শাখায় দোল দুলায়ে
কে এলে গো, কে এলে গো চপল পায়ে॥
সুনীল তোমার ডাগর চোখের দৃষ্টি পিয়ে
সাগর দোলে, আকাশ ওঠে ঝিলমিলিয়ে ।
পিয়াল বনে উঠল বাজি তোমার বেণু
ছড়ায় পথে কৃষ্ণচূড়া পরাগ-রেণু ।
ময়ূর-পাখা বুলিয়ে চোখে কে দিলে গো ঘুম ভাঙায়ে ।
কে এলে গো চপল পায়ে॥