৬১
       যোগিয়া মিশ্র
দাদরা

ঘুমাও, ঘুমাও, দেখিতে এসেছি
          ভাঙিতে আসিনি ঘুম।
কেউ জেগে কাঁদে, কারো চোখে নামে
           নিদালির মরসুম
        দেখিতে এলাম হয়ে কুতূহলি
        চাঁপা ফুল দিয়ে তৈরি পুতলি,
        দেখি, শয্যায় স্তপ হয়ে আছে
                    জোৎস্নার কুঙ্কুম।
        আমি নয়, ঐ কলঙ্কী চাঁদ
                    নয়নে হেনেছে চুম্

রাগ করিয়ো না, অনুরাগ হতে
            রাগ আরো ভালো লাগে,
তৃষ্ণাতুরের কেউ জল চায়
            কেউ বা শিরাজি মাগে!
        মনে করো, আমি ফুলের সুবাস,
        চোর-জোৎস্না, লোলুপ বাতাস,
        ইহাদের সাথে চলে যাব প্রাতে অগোচরে নিঃঝুম