কুহেলিকা
কাজী নজরুল ইসলামের উপন্যাস। ১৯২৭ খ্রিষ্টাব্দের মে মাসে (জ্যৈষ্ঠ ১৩৩৪), কবি বেনজির আহমদ 'নওরোজ' নামক একটি মাসিক পত্রিকা প্রকাশের উদ্যোগ নেন। এই পত্রিকার মুদ্রাকর ও প্রকাশক ছিলেন আফজাক-উল হক। পত্রিকাটির অফিস ছিল ৪৫-বি মেছুয়া বাজার স্ট্রিট। এই পত্রিকাটি প্রকাশের আগেই, নজরুল মাসিক ১২৫ টাকা সম্মানীতে নওরোজ পত্রিকায় যোগদান করেন। সে সময় পত্রিকা কর্তৃপক্ষের সাথে নজরুলের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুসারে, চুক্তি পর্বর্তী নজরুলের সকল রচনার উপর নওরোজের দাবি থাকবে বলে স্বীকৃত হয়। চুক্তি অনুসারে এই সময়ের নজরুলের সকল রচনা নওরোজ পত্রিকায় প্রকাশিত হতে থাকে। এই সূত্রে নজরুলের কুহেলিকা উপন্যাসের প্রথম পরিচ্ছেদ প্রকাশিত হয়েছিল পত্রিকাটির আষাঢ় ১৩৩৪ সংখ্যায়।নওরোজ পত্রিকাটি কার্তিক-অগ্রহায়ণ ১৩৩৪
সংখ্যা প্রকাশের পর বন্ধ হয়ে যায়। এরপর সাপ্তাহিক সওগাত পত্রিকায় ধারাবাহিকভাবে
উপন্যাসটি প্রকাশিত হয়েছিল।
গ্রন্থাকারে প্রকাশ