নির্ঝর
কাব্যগ্রন্থ
কাজী নজরুল ইসলাম
আরবী ছন্দের এই বিশ্লেষণাত্মক রচনাটি প্রথম প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকার 'চৈত্র ১৩২৮' সংখ্যায়। পৃষ্ঠা: ৮৪৬-৮৪৯]আরবি ছন্দের কবিতা
[আরবি ছন্দ যেমন দুরূহ, তেমনি তড়িৎ-চঞ্চল। প্রত্যেকটি ছন্দের গতি বিভিন্ন রকমের, কেমন ফেন চমকে-ওঠা ওঠা ভাব। অনেক জায়গায় ধ্বনি এক রকম শুনালেও সত্যি সত্যিই এক রকমের নয়, -তা একটু বেশি মন দিয়ে দেখলে বা পড়লেই বোঝা শক্ত নয়। অনেক জায়গায় তাল এক, কি মাত্রা আর অনুমাত্রার বিচিত্র সমাবেশের জন্য তার এক আশ্চর্য রকমের ধ্বনি-চপলতা ফুটে ঠেছে।
আরবি ছন্দ-সূত্রের যেখানে যেখানে ´´ চিহ্ন দেওয়া আছে, সেখানে দীর্ঘ উচ্চারণ করতে হবে।]
(১) হজয্।
´ ´
“মফা আয়ূলুন্ মফা আয়ূলুন্
´ ´
সূত্র: মফা আয়লুন্ মফা আয়লুন্।'
কটির কিতিকণ
চুড়ির শিঞ্জন
বাজায় রিন ঝিন
ঝিনিক রিন রিন।
কাঁকন-কম্পন
আকুল কনকন
নাচায় মোর মন,
অধীর দিন দিন।
(২) রবজ্।
মস্তফ আলুন মস্তফ আলুন
সূত্রঃ
বিল্কুল নদীর
মন আজ অধীর,
ছলছল দু তীর
বর্ষার মাতন
প্রাণ উনমাদন,
ঝঞ্জার কাঁদন
শনশন গতির।
৩) রমল্।
´ ´ ´ ´
“ফা এলাতুন্ ফা এলাতুন্
সূত্রঃ
´ ´ ´ ´
“ফা এলাতুন্ ফা এলাতুন্
খামখা হাসফাস'
দীর্ঘ নিশ্বাস
নাই রে নাই আশ
মিথ্যা আশ্বাস।
হাসতে প্রাণ চায়,
অমনি হায় হায়
বাজল বেদ্নায়
ক্রন্দন উচ্ছাস।
´
(৪) মোতা কারেব
´ ´
ফাউলুন ফাউলুন
সূত্র ´ ´
ফাউলুন ফাউলুন
কলস-জল।
আবার বল-
ছলাৎ ছল
ছলাৎ ছল
রিনিক ঝিন
রিনিক রিন
বলুক ফিন
কাঁকন মল।
´
(৫) সরীএ।
'মস্তফ্ আলুন্ মস্তফ্ আলুন্
সূত্র ´
মফ্ উলাতিন
লোকজন বেবাক
একদম অবাক
এম্নি গান গায়।
কণ্ঠের গমক
চমকায় চমক
বিজলি ঝঞ্ঝায়।
(৬) খফীক
´ ´
ফাএলাতুন
সূত্র ´ ´
ফাএলাতুন।'
আস্ল ফাল্গুন আসমান জমিন
হাসল বিলকুল।
গাইল বুলবুল শোন ওই অলস
ওঠ রে খিল খিল।
(৭) মষ্তস।
´ ´
মস্তফ আলুন ফাএলাতুন
সূত্র: ´ ´
মস্তফ আলুন ফাএলাতুন
সই তুই শুধাস- কেমন কই হায়
প্রাণ মন উদাস কোন সে বেদনায়।
উন্মান হিয়ার ক্লান্ত ক্রন্দন
কোন মোর পিয়ার বক্ষ-পুট চায়।(৮) মোজারা
´ ´
মফাআয়লুন্ - ফাএলাতুন
সূত্র: ´ ´
মফাআয়লুন্ - ফাএলাতুন
ডাগর চোখ তোর বিজলি চঞ্চল,
কাহার চিন্তায় কান্না ছলছল?
হিঙুল লাল গাল পাংশু পাণ্ডুর,
অধর নীল রঙ, সিক্ত অঞ্চল।(৯) কামেল
´ ´
মোতাফাআলুন্ - মোতাফাআলুন্
সূত্র ´ ´
মোতাফাআলুন্ - মোতাফাআলুন্
কুহু-তান মদির
করে প্রাণ অধীর,
জেগে ওঠ অলস
চেয়ে দ্যাখ বধির!
মন-আগুন দ্বিগুণ
এ যে সেই ফাগুন
এ যে সেই বাসর
মদন আর রতির!(১০) ওয়াফের
´ ´
মোফাআলুন্ - মোফাআলুন্
সূত্র ´ ´
মোফাআলুন্ - মোফাআলুন্
কানের তার দুল দোদুল দুল দুল
কোথায় তার তুল কোথায় তার তুল?
দুলের লালচায় গালের লাল ছায়
শরম পায় গাল নধর তুলতুল।(১১) মোত্দারিক।
´ ´
ফাএলুন্ - ফাএলুন্
সূত্র ´ ´
ফাএলুন্ - ফাএলুন্
তোর অথই
মন যতই
জিনতে চাই
সই ততই
পাইনে থই
পাইনে থই
মন শুধায়
কই সে কই?
(১২) তবীল।
´ ´
ফউলুন্ - মোফাআয়্লুন্
সূত্র ´ ´
ফউলুন্ - মোফাআয়্লুন্
চোখের জল!
আবার আয় ভাই,
হিয়ায় মোর
সোহাগ তোর চাই।
তুহার তুল
দরাদ বুঝবার
আপন জন
এমন কেউ নাই।(১৩) মদীদ।
´ ´
ফাএলাতুন্ - ফাএলাতুন্
সূত্র ´ ´
ফাএলাতুন্ - ফাএলাতুন
হায়, এ কান্নার
নাইকো শেষ,
কই মা শান্তির
কোন্ সে দেশ?
কোন সে দূর পথ
অন্তে হায়
পান্থ-বাস যায়
নাই মা ক্লেশ।(১৪) বসীত্।
´
মোস্তাফআলুন্ - ফাএলুন্
সূত্র ´
মোস্তাফআলুন্ - ফাএলুন্।'
কোন বন এমন
শ্যাম শোভায়
প্রাণ-মন জুড়ায়
চোখ ডুবায়?
বুলবুল ভোমর
বন-বিহগ
চঞ্চল এমন
আর কোথায়?
(১৫) মন্সরহ্।
´ ´
মফ্উলাতুন্ - মস্তফ্আলুন্
সূত্র ´ ´
মফ্উলাতুন্ - মস্তফ্আলুন্।'
বাদলা-থমথম
তায় ঘোর নিশীথ,
মেঘলা মাঘ মাস
হায় হায়, কি শীত!
শূন্য ঘর মোর
নাই কেউ দোসর-
ঝুরছে বায় হায়-
অন্তর তৃষিত!
(১৬) করীব।
´ ´ ´
মফাআলুন্ মফাআলুন্ ফাএলাতুন্
সূত্র ´ ´ ´
মফাআলুন্ মফাআলুন্ ফাএলাতুন্
জীবন-সাধন
প্রাণের বাঁধন-
হায় সে কান্নাই।
পেলেম আদর
পেলেম সোহাগ
মনটি পাই নাই।(১৭) যদীদ।
সূত্র ´ ´ ´ ´ ´ ´
ফাএলাতুন্ ফাএলাতুন্ মফাআয়লুন্।'
রক্ত-লাল বুক
সিক্ত চোখ মুখ
হাসায় লোক ভাই
ছিন্ন-কণ্ঠের
কান্না শুনবার
ধরায় কেউ নেই।
(১৮) মশাকেল।।
সূত্র
ফাএলাতুন্ মফাআয়লুন্ মফাআয়লুন্।'
আজকে শেষ গান
বিদায় তারপর
বিদায় চাই ভাই!
বেদনা সইতেই
জনম যার, নাই
শান্তি তার নাই!