নির্ঝর
কাব্যগ্রন্থ
কাজী নজরুল ইসলাম
প্রিয়ায় পাবার ইচ্ছে যে,বাঁশির ব্যথা
(রুমী)
শোন দেখি মন বাঁশের বাঁশির বুক ব্যেপে কী উঠছে সুর,
সুর তো নয় ও, কাঁদছে যে রে বাঁশরি বিচ্ছেদ-বিধুর॥
কোন অসীমের মায়াতে
সসীম তার এই কায়াতে,
এই যে আমার দেহ-বাঁশি, কান্না সুরে গুমরে তায়,
হায়রে, সে যে সুদূর আমার অচিন-প্রিয়ায় চুমতে চায়।
এটি হলো- জালালউদ্দীন রুমির রচিত একটি কবিতার ভাবানুবাদ। কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল বঙ্গনূর পত্রিকার ' কার্তিক ১৩২৭' (অক্টোবর-নভেম্বর ১৯২০) সংখ্যায়।