নির্ঝর
কাব্যগ্রন্থ
কাজী নজরুল ইসলাম


                            নমস্কার
                                     তোমারে নমস্কার-
যাহার উদয়-আশায় জাগিছে রাতের অন্ধকার।
বিহগ-কণ্ঠে জাগে অকারণ পুলক আশায় যার
স্তব্ধ পাখায় লাগে গতি-বেগ চপল দুর্নিবার।
ঘুম ভেঙে যায় নয়ন সীমায় লাগিয়া যার আভাস
কমলের বুকে অজানিতে জাগে মধুর গন্ধবাস।
জাগে সহস্র শিশির-মুকুরে সহস্র মুখ যার
না-আসা দিনের সূর্য সে তুমি, তোমারে নমস্কার !

                                    নমো দেবী নমো নমো
ছুটিয়া চলেছে ক্রোত-তরঙ্গ পাহাড়ি হরিণী সম।
অটল পাষাণ অচপল গিরিরাজের চপল মেয়ে
চলছে তটিনী তটে তটে নট-মল্লারে গান গেয়ে।
কুলে কুলে হাস পল্লবে ফুলে ফল ফসলের রানি,
বধির ধরারে শোনাও নিত্য কল কল কল বাণী।
তব কলভাষে খলখল হাসে বোবা ধরণীর শিশু,
ওগো পবিত্রা কূলে কুলে তব কোলে দোলে নবশিশু।
তব স্রোত-বেগ জাগে আনন্দ জাগিছে জীবন নিতি,
চির-পুরাতন পাষাণে বহাও চির নৃতনেরগীতি।
জড়েরে জড়ায়ে নাচিছে প্রাণদা, দাও নব-প্রাণ-তার,
শ্মশানের পাশে ভাগীরতথী তুমি, তোমারে নমস্কার !