নব রাগ মালিকা
নজরুল সৃষ্ট রাগের
অনুষ্ঠান
প্রথম পর্ব: ১৩ জানুয়ারি ১৯৪০ (সোমবার, ২৯ পৌষ ১৩৪৭)। সকল ৯.১৫টায়।
দ্বিতীয় পর্ব: ১১ মে ১৯৪০ (শনিবার ২৮ বৈশাখ ১৩৪৭)। সময়: সন্ধ্যা ৭.০৫।
নজরুল
ইসলামের সৃষ্ট নতুন রাগের ভিত্তি করে, কলকাতা বেতারকেন্দ্র থেকে প্রচারিত বেতার অনুষ্ঠান। উল্লেখ্য, নজরুলসৃষ্ট রাগের মোট সংখ্যা ১৮। এর ভিতরে ১৭টি গান কলকাতা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল তিনটি পর্যায়ে। প্রথম পর্যায়ে ৬টি গান প্রচারিত হয়েছিল 'উদাসী ভৈরব' গীতিনাট্যের সাথে, ১৩৩৯ খ্রিষ্টাব্দের ১২ নভেম্বর (রবিবার, ২৬ কার্তিক ১৩৪৬)। সকল ৯.১৫টায়।
এরপর কলকাতা বেতার কেন্দ্র থেকে 'নব রাগমালিকা'র দুটি অনুষ্ঠানে প্রচারিত ১১টি নজরুল-সৃষ্টা রাগভিত্তিক গান। এর ভিতরে ১৯৪০ খ্রিষ্টাব্দের ১৩ জানুয়ারি (সোমবার ২৯ পৌষ ১৯৪৭) প্রচারিত প্রথম অনুষ্ঠানে পরিবেশিত হয়েছিল ৬টি রাগ এবং ১৯৪০ খ্রিষ্টাব্দের ১১ মে (শনিবার ২৮ বৈশাখ ১৩৪৭) নব রাগমালিকার দ্বিতীয় অনুষ্ঠানে প্রচারিত হয়েছিল ৫টি রাগ। এর বাইরে নজরুল ইসলাম রচনা করেছিলেন শিব-সরস্বতী নামক একটি রাগ। এই রাগের পরিচয় পাওয়া যায়, জগৎ ঘটক প্রণীত 'বেণুকা' নামক গ্রন্থে। এই রাগে নিবদ্ধ গানটি হলো 'জয় ব্রহ্ম বিদ্যা শিব-সরস্বতী'। গানটি পাঠশালা পত্রিকার মাঘ ১৩৪৬ (জানুয়ারি ১৯৪০) সংখ্যায় প্রকাশিত হয়েছিল।
নব রাগমালিকা প্রথম পর্ব
১৩ জানুয়ারি, ১৯৪০ খ্রিষ্টাব্দ (সোমবার ২৯ পৌষ ১৯৪৭, সন্ধ্যা ৭.২০। কলকাতা বেতারকেন্দ্র।
১. রুম্ ঝুম্ রুমু ঝুম্ কে বাজায় জল ঝুমঝুমি। [রাগ: নির্ঝরিণী] [গান- ১৭২৯]
[তথ্য]
২. বেণুকা ও কে বাজায় মহুয়া বনে [রাগ: বেণুকা] [গান-১৫৯০]
[তথ্য]
৩. চপল আঁখির ভাষায় [রাগ: মীণাক্ষী] [গান-১৩৮৪]
[তথ্য]
৪. শোন্ ও সন্ধ্যামালতী [রাগ: সন্ধ্যামালতী][গান-১৭৪৯]
[তথ্য]
৫. বন-কুন্তল এলায়ে বন-শবরী ঝুরে [রাগ: বনকুন্তলা] [গান-১৫৭৭]
[তথ্য]
৬. দোলন চাঁপা বনে দোলে [রাগ: দোলনচাঁপা]
[গান-১৪৯৩][তথ্য]
নবরাগের দ্বিতীয় পর্ব
১১ মে ১৯৪০ (শনিবার ২৮ বৈশাখ ১৩৪৭)। সময়: সন্ধ্যা ৭.০৫। কলকাতা বেতারকেন্দ্র।
১.
দেবযানী:
দেবযানীর মন প্রথম প্রীতির কলি জাগে [গান-১৪৯১] [তথ্য]
২.
রূপমঞ্জরী:
পায়েলা
বোলে রিনিঝিনি [গান-১৫৫৭] [তথ্য]
৩.
শঙ্করী:
শঙ্কর অঙ্গলীনা যোগ মায়া [গান-১৭৪৬] [তথ্য]
৪.
অরুণ-রঞ্জনী: হাসে আকাশে শুকতারা হাস [তথ্য]
৫.
রমলা:
ফিরিয়া
যদি সে আসে [গান-১৫৬১] [তথ্য]