ব্রজবিহারী বর্মণ-কে
কৃষ্ণনগর
৯-১০-২৬

পরম স্নেহভাজনেষু
    ব্রজ! আজ সকাল ছটায় আমার একটি পুত্র-সন্তান হয়েছে। তোমার বউদি আপাতত ভালো আছে। আমিও আজ সকালে ফিরে এলাম যশোর, খুলনা, বাগেরহাট, দৌলতপুর প্রভৃতি ঘুরে। টাকার বড্ড দরকার। যেমন করে পার পঁচিশটি টাকা আজই টেলিগ্রাফ মনিঅর্ডার করে পাঠাও। তুমি তো সব অবস্থা জান। বলেও এসেছি তোমায়। কেবল ‘সঞ্চিতা’র প্রুফ পেলাম– ‘সর্বহারা’র শেষ প্রুফ কই? ‘সর্বহারা’ কখন বেরুবে? যেদিন বেরুবে অন্তত ৫০ কপি আমায় পাঠিয়ে দেবে।
    ভুলো না যেন। টাকা কর্জ করেও পাঠাও। স্নেহাশিস নাও। পত্র দিয়ো। ইতি–
তোমার
কাজীদা