কৃষ্ণনগর
৯-১০-২৬
স্নেহভাজনেষু,
মঈন! আজ সকালে আমাদের একটি খোকা এসেছে। তোর ভাবী ভালো আছে। খোকা বেশ মোটা-তাজা হয়েছে। নাসিরুদ্দীন সাহেবকে খবরটা দিস। চট্টগ্রাম থেকে কোনো কবিতা চেয়েছিস কি আমার? ‘সর্বসহা’দিবি তো ‘সওগাতে’? নতুন লেখা শিগগিরই দেব। আমি যশোর-খুলনা ঘুরে আজ ফিরছি। – এইবার গিয়ে শামসুদ্দীন সাহেবকে বইগুলি পাঠিয়ে দেব। কাল কিংবা পরশু যাব কলকাতা। ৩৭ নম্বরে খবর নিস একবার। ভালোবাসা ও স্নেহাশিস নে। ইতি –
কাজী ভাই