কৃষ্ণনগর
৯-১০-২৬

প্রিয় মুরলীদা!

আজ সকালে ৬টায় একটি ‘পুত্ররত্ন’প্রসব করেছেন শ্রীমতী গিন্নি। ছেলেটা খুব ‘হেলদি’হয়েছে। শ্রীমতীও ভালো। আমি উপস্থিত ছিলাম না। হয়ে যাওয়ার পর এলাম খুলনা হতে। খুলনা, যশোর, বাগেরহাট, দৌলতপুর, বনগ্রাম প্রভৃতি ঘুরে ফিরলাম আজ। শৈলজা কী করছে। প্রেমেন কোথায়? ...চিঠি দিয়ো। কবিতাটির ও স্বরলিপিটার প্রুফ পাঠিয়ো, যদি সম্ভব হয়!...

‘শুঁটকি ও ফুপী’ অদ্ভুত – অপূর্ব গল্প হয়েছে।

                          –নজরুল

[উল্লেখ্য, ডাকবিভাগের সিলে, তারিখ উল্লেখ ছিল, Krisnhnabagar 9 september; 26 calcutta G.P.O. 10 sep, 26]। চিঠিতে নজরুল ভুল করে '৯-১০-২৬' লিখেছিলেন]