নারায়ণগঞ্জ সংগীত-সংসদের অভ্যর্থনা-সমিতির সভাপতি-কে
৩৯, সতীনাথ রোড
কলিকাতা
২৩.৮.৩৩

সবিনয়ে নিবেদন,
শ্রীমান আজিজুল হাকিমের মারফত আপনাদের প্রস্তাব মতো নিম্নলিখিত শর্তে আমরা ছয়জন আর্টিস্ট নারায়ণগঞ্জ যাইতে রাজি হইয়াছি।

প্রথম শর্ত : আপনি আমাদিগকে ১২০০ টাকা (বারো শত টাকা) দিবেন। ওই টাকায় আমরা নারায়ণগঞ্জে আগামী ১৪ই ও ১৫ই সেপ্টেম্বর দুই রাত্রি গান করিব।

দ্বিতীয় শর্ত : আপনারা আগামী ১০ই সেপ্টেম্বরের মধ্যে অর্ধেক টাকা অর্থাৎ ৬০০ (ছয় শত টাকা) অগ্রিম পাঠাইয়া দিবেন এবং বাকি ছয় শত টাকা (৬০০) প্রথম রাত্রি অর্থাৎ ১৪ই সেপ্টেম্বর গান হইয়া যাইবার পরেই পরিশোধ করিবেন। ওই বাকি টাকা পাইলে তবে দ্বিতীয় রাত্রি আমরা গান করিবার জন্য বাধ্য থাকিব।

তৃতীয় শর্ত : আপনি আমাদের যাওয়া-আসার সেকেন্ড ক্লাস ভাড়া দিবেন। পথে ও নারায়ণগঞ্জে খাওয়া-দাওয়ার সমস্ত খরচ আপনাকে বহন করিতে হইবে।

৪র্থ শর্ত : নিম্নলিখিত ছয়জন আর্টিস্টের মধ্যে যদি কেহ অসুস্থ হইয়া যাইতে অসমর্থ হন, আমরা তাঁহার পরিবর্তে অন্য আর্টিস্ট লইয়া যাইব – অবশ্য আপনাদের মত লইয়া।

৫ম শর্ত : আপনি যদি কোনো কারণে, আমাদের সহিত চুক্তি করিয়া সে চুক্তি ভঙ্গ করেন, তাহা হইলে আপনাকে ক্ষতিপূরণ দিতে হইবে। আমরা চুক্তি ভঙ্গ করিলে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকিব। ইহাই হইল মোটামুটি শর্ত। আপনার অন্য কোনো কিছু জানাইবার থাকিলে পত্র দিয়া জানাইবেন। আপনার সুবিধামতো অন্য তারিখেও,– অবশ্য সেপ্টেম্বর মাসের মধ্যে – আমাদের যাইতে আপত্তি নাই।

আমরা নিম্নলিখিত ছয়জন আর্টিস্ট যাইব :
১. অন্ধ গায়ক শ্রীকৃষ্ণচন্দ্র দে।
২. শ্রীধীরেন্দ্রনাথ দাস।
৩. শ্রীনলিনীকান্ত সরকার।
৪. আব্বাসউদ্দীন আহমদ।
৫. শ্রীরামবিহারী শীল (সঙ্গতিয়া)।
৬. কাজী নজরুল ইসলাম।

আপনার পত্র ও সম্মতি পাইলে আপনার লিখিতমতো চুক্তিপত্র সহি করিয়া পাঠাইয়া দিব।
ইতি–
বিনীত নজরুল ইসলাম