কুমুদরঞ্জন মল্লিক-কে

নজরুল যখন মাথরুন স্কুলের ছাত্র ছিলেন কবি কুমুদরঞ্জন মল্লিক ছিলেন সে স্কুলের হেড মাস্টার। নজরুল উত্তরকালে কবিখ্যাত লাভের পর হিজ মাস্টার্স ভয়েস গ্রামোফোন কোম্পানির পক্ষ থেকে কবি কুমুদরঞ্জন কে এই পত্রটি লেখেন।

37/1 Sitanath Road
Calcutta
6.4.36

শ্রীচরণারবিন্দেষু,
    বহুদিন আপনার শ্রীচরণ দর্শন করিনি — কলকাতা এলে খবর দেবেন যেন। আমি বর্তমানে H.M.V. Company-র Exclusive Composer। তাদেরই নির্দেশমতো আপনার কাছে একটি নিবেদন জানাতে এই পত্র লিখছি। আপনার ‘অধরে নেমেছে মৃত্যু-কলিমা’ গানটির permission (রেকর্ড করার জন্য) চান কোম্পানি। এর আগে আপনার দু-চারটি গান আছে রেকর্ডে। আপনি যদি উক্ত কোম্পানিকে চিঠি দেন, আপনার গানের Royalty (5% commission) পাবেন। আপনার অনুমতি পেলেই কোম্পানি আপনাকে Royalty দেওয়ার অঙ্গীকারপত্র পাঠিয়ে দেবে। আশা করি পত্রোত্তর পাব। নিবেদন ইতি —
 

প্রণত —
নজরুল ইসলাম

P.S. আপনার ওই গানের সঙ্গে আরও কোন্ গান গেলে ভালো হয় তা যদি নির্দেশ করেন, বা লিখে পাঠান সেই গানটি, ভালো হয়।

নজরুল