পূবের হওয়া আরে আরে সখি বার বার ছি ছি
কাব্যগ্রন্থ
কাজী নজরুল ইসলাম
বে-শরম
ঠারত চঞ্চল আঁখিয়া সাঁবলিয়া।
দুরু দুরু গুরু গুরু কাঁপতে হিয়া উরু,
হাথ্সে গির যায় কুঙ্কুম-থালিয়া॥
আর না হোরি খেলবো গোরি
আবির ফাগ গে পানি মে ডারি হা প্যারী,
শ্যাম কি ফাগুয়া
লাল কি লগুয়া
ছি ছি মোরি শরম ধরম সব হারি –
মারে ছাতিয়া মে কুঙ্কুম বে-শরম বানিয়া॥
১৩৩২
বঙ্গাব্দের আশ্বিন মাসে
(অক্টোবর ১৯২৫)
গানটি 'পূবের
হাওয়া'-তে অন্তর্ভুক্ত হয়ে প্রথম প্রকাশিত হয়েছিল।