পূবের হওয়া
কাব্যগ্রন্থ
কাজী নজরুল ইসলাম


                      শরাবন্ তহুরা
নার্গিস বাগ মে      বাহার কি আগ্‌মে ভরা দিল্ দাগ মে-
         কাঁহা মেরি পিয়ারা, আ যা পিয়ারা।
দুরু দুরু ছাতিয়া,     ক্যায়সে এ রাতিয়া কাটু বিনু সাথিয়া
         ঘাবরায়ে জিয়ারা, তড়পত জিয়ারা॥

         দরদে দিল্ জোর, রঙ্গীলা কওসর্,
         শরাবন তহুরা লাও সাকি লাও ভর্
পিয়ালা তু ধর্ দে     মস্তান কর্ দে,     দরদ মে ভর দে
         দর্দ্ মে ইয়ারা-সঙ্গ্‌-দিল্- ইয়ারা॥

        জিগর কা খুন নেহি, ডরো মত্‌ সাকিয়া,
        আঙ্গুরি লোহুয়ো, -ক্যাও ভিঙা আঁখিয়া?
        গিয়া পিয়া আতা নেহি মত্‌ কহো সহেলি,
        ছোড়ো হাত্-পিয়ালা য়ো ভর্‌ দে তু পহেলি!
মত্‌ মাচা গওগা,     বসন্ত মেবাহবা ম্যায় সেক্যা তৌবা?
        আহা গোলনিয়ারা সখি গোলনিয়ারা-
শরাব কা নূর সে     রৌশন কর্ দে     দুনিয়া আধিয়ারা
                        দুনিয়া রা দুনিয়া রা॥
  • রচনাকাল: গানটির রচনাকাল সম্পর্কে, মুজফ্‌ফর আহমদ ১৯৬৬ খ্রিষ্টাব্দের ২রা আগষ্ট তারিখে লেখা এক পত্রে জানান এই গানটি নজরুল ১৯২০ খ্রিষ্টাব্দে রচনা করেছিল। ১৩৮১ বঙ্গাব্দে নজরুল একডেমী পত্রিকায় এই পত্রটি প্রকাশিত হয়েছি। মুজফ্‌ফর আহমদের উল্লেখ করা সময়টি যথার্থ বলে মনে হয় না। কারণ নজরুলের রচিত সে সময়ের সকল রচনাই অল্প সময়ের মধ্যেই পত্রিকা বা গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। রচনার ৬ বৎসর পর সেই গান পূবের হাওয়ায় ১৩৩২ বঙ্গাব্দের আশ্বিন  (অক্টোবর ১৯২৫) প্রকাশিত হয়েছে- এটা কষ্ট-কল্পনা মাত্র। তাই গানটি 'পূবের হাওয়া'-তে অন্তর্ভুক্ত হয়ে প্রকাশের সময়কেই বিশেষ বিবেচনা রাখা হয়েছে। এই সময় নজরুলের বয়স ছিল ২৬ বৎসর ৪ মাস।