পূবের হওয়া গানটি প্রথম প্রকাশিত হয়েছিল 'বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা'র শ্রাব্ণ ১৩২৭
বঙ্গাব্দ সংখ্যায়। ধারণা করা হয়, গানটি রচিত হয়েছিল আষাঢ় মাসের
দিকে। এই সময় তিনি মুজফ্ফর আহমেদের সাথে কলকাতার 'বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি'র
অফিসে বাস করতেন।
কাব্যগ্রন্থ
কাজী নজরুল ইসলাম
গান
সুর-হিন্দস্থানি কাজরি
আজ নতুন ক'রে পড়ল মনে মনের মতনে
এই শাঙন সাঁঝের ভেজা হাওয়ায়, বারির পতনে॥
কার কথা আজ তড়িৎ-শিখায়
জাগিয়ে গেল আগুন শিখায়,
ভোলা যে মোর দায় হ'ল হায় বুকের রতনে।
এই শাঙন সাঁঝের ভেজা হাওয়ায়, বারির
পতনে।
আজ উতল ঝড়ের কাৎরানিতে গুমরে ওঠে বুক,
নিবিড় ব্যথায় মূক হয়ে যায় মুখর আমার মুখ।
জলো হাওয়ার ঝাপটা লেগে
অনেক কথা উঠল জেগে,
আজ পরান আমার বেড়ায় মেগে একটু যতনে।
এই শাঙন সাঁঝের ভেজা হাওয়ায়, বারির
পতনে॥