কলির কেষ্ট
নজরুলের রচিত রেকর্ডে প্রকাশিত শ্রুতি নাটক। নাটকটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।

১৯৩৮ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন-১৩৪৫) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে ১টি রেকর্ডে প্রকাশিত হয়েছিল। রেকর্ড নম্বর এন ৯৮১৪। এটি কৌতুকপূর্ণ সংলপাযুক্ত গান। এটি প্রকৃত অর্থে নাটকের মতো, কিন্তু নাটক হয়ে ওঠেনি। গানটি হলো-