শিরোনাম : চাষ কর দেহ জমিতে হবে নানা ফসল এতে
বিষয়: নজরুল সঙ্গীত (লেটো পালা : চাষার সঙ)।
চাষ কর হে দেহ জমিতে
হবে নানা ফসল এতে।
নামাজে জমি 'উগালে'
রোজাতে জমি 'সামালে',
কলেমায় জমিতে মই দিলে চিন্তা কি হে এই ভবেতে॥

লা-ইলাহা ইল্লাল্লাতে
বীজ ফেল্ তুই বিধি-মতে,
পাবি 'ঈমান' ফসল তাতে
               আর রইবি সুখেতে॥

নয়টা নালা আছে তাহার
ওজুর পানি ছিয়াত যাহার,
ফল পাবি নানা প্রকার-
ফসল জন্মিবে তাহাতে॥

যদি ভালো হয় হে জমি
হজ্-জাকাত লাগাও তুমি,
আরো সুখে থাকবে তুমি-
কয় নজরুল এসলামেতে॥