শিরোনাম
:
চাষ কর দেহ জমিতে হবে নানা ফসল এতে
বিষয়:
নজরুল সঙ্গীত
(লেটো পালা
: চাষার সঙ)।
চাষ কর হে দেহ জমিতে
হবে নানা ফসল এতে।
নামাজে জমি 'উগালে'
রোজাতে জমি 'সামালে',
কলেমায় জমিতে মই দিলে
চিন্তা কি হে এই ভবেতে॥
লা-ইলাহা ইল্লাল্লাতে
বীজ ফেল্ তুই বিধি-মতে,
পাবি 'ঈমান' ফসল তাতে
আর রইবি সুখেতে॥
নয়টা নালা আছে তাহার
ওজুর পানি ছিয়াত যাহার,
ফল পাবি নানা প্রকার-
ফসল জন্মিবে তাহাতে॥
যদি ভালো হয় হে জমি
হজ্-জাকাত লাগাও তুমি,
আরো সুখে থাকবে তুমি-
কয় নজরুল এসলামেতে॥
- পাঠান্তর:
নয়টি নালা আছে
তাহার
ওজুর পানি
নিয়াত ইহার।
ফলে পানি নানা
প্রকার
ফসল জন্মিবে
তাহাতে।
তৃতীয় স্তবক [কবির বাল্যরচনা। বিশ্বনাথ দে [শতকথায় নজরুল। কল্যাণী কাজী
সম্পাদিত। সাহিত্যম। কলকাতা। প্রথম প্রকাশ: মহালয়া ১৪০৫। শিরোনাম: 'চাষার সং-এর
একটি চাষীর গান'। পৃষ্ঠা: ৫১।]
- রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)।
বরধ্মান জেলার
চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
- গ্রন্থ:
- দুখুমিয়ার লেটো
গান। সাধারণ সং। চাষার সং।
কৃষিক্ষেত। প্রথম দৃশ্য । দ্বিতীয় গান।
চাষার গান। সংকলক ওসম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯
অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ১৯৯-২০০।
- নজরুল রচনাসম্ভার। আবদুল কাদির। ঢাকা। পৃষ্ঠা: ৫২।
- নজরুল-সংগীত সংগ্রহ
[রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয়
সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩।
গান সংখ্যা ১২৮৮]
- পত্রিকা:
- বিষয়াঙ্গ: 'চাষার সং'
পালার দ্বিতীয় গান।
ভণিতা 'নজরুল এসলাম'।