শিরোনাম: আমরা যে ভাই হনুমারা, হনুর যম সবাই জানে।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটো পালা: চাষার সঙ)।
আমরা যে ভাই হনুমারা, হনুর যম সবাই জানে।
হনু শিকার করে ফিরি, আমরা যখন যাই যেখানে॥
        হনুর উৎপাত যেখানে,
        আমরা সব যাই সেখানে,
তাক করি ধনুর্বাণে দমন করি হনুমানে॥
        জাল পেতে হনু ধরি
        আনন্দে নৃত্য করি,
এসো ভাই মোদের সাথে, হাসি খেলি গানে গানে॥