আমরা যে ভাই হনুমারা, হনুর যম সবাই জানে।
হনু শিকার করে ফিরি, আমরা যখন যাই যেখানে॥
হনুর উৎপাত যেখানে,
আমরা সব যাই সেখানে,
তাক করি ধনুর্বাণে দমন করি হনুমানে॥
জাল পেতে হনু ধরি
আনন্দে নৃত্য করি,
এসো ভাই মোদের সাথে, হাসি খেলি গানে গানে॥
আমরা যে ভাই বানরমারা,
বানরের যম সবাই জানে।
বানর শিকার ক'রে ফিরি,
আমরা যখন যাই যেখানে॥
বানরের উৎপাত যেখানে,
আমরা সবাই যাই সেখানে,
তাক করি ধনুর্বাণে
দমন করি পাপী জনে॥[কবির বাল্যরচনা। বিশ্বনাথ দে [শতকথায় নজরুল। কল্যাণী কাজী সম্পাদিত। সাহিত্যম। কলকাতা। প্রথম প্রকাশ: মহালয়া ১৪০৫। শিরোনাম: 'চাষার সং-এর একটি চাষীর গান'। পৃষ্ঠা: ৫২।]