শিরোনাম: কাঁটা বন ভেঙে এখনি যাইব, যদিবা বাছুরী পাই।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটো পালা: বাছুরীর খোঁজে)।
কাঁটা বন ভেঙে এখনি যাইব, যদিবা বাছুরী পাই।
বুঁইচি ফলের মালা গাঁথি আমি দোলাব তার গলাই॥
        কমলাবরণী মোর সে বাছুরী,
        বাঁধা আছে একা, বেষাদেতে মরি,
হরষিত হব হেরিলে বাছুরী, চল চল সেথা যাই॥