শিরোনাম: কানাই, বাছুরী তোমার এই বনে বাঁধা আছে।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটো পালা: বাছুরীর খোঁজে)।
কানাই, বাছুরী তোমার এই বনে বাঁধা আছে।
ফুল ডোর দিয়ে বাঁধা আছে দেখ, কদম শাখার কাছে॥
        ঐ দেখ তোমার কমলা বাছুরী,
        ফুল ডোরে বাঁধা রাধাসুন্দরী,
বনফুলে গাঁথা মালা লয়ে রাধা, তব আশে বসে আছে॥