শিরোনাম:
এই তো তোমার কমলা বাছুরী, পেলে ভেদি কাঁটা বন।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটো পালা: বাছুরীর খোঁজে)।
এই তো তোমার কমলা বাছুরী, পেলে ভেদি কাঁটা বন।
বাছুরী নহে এ রাধা সুন্দরী, শীতল কর জীবন॥
ও লো ও সখিরা খুলে দে বাছুরী,
কানাই দেখুক রাধা সুন্দরী,
যুগলে ঘিরিয়া নাচ গান করি, জুড়াক তনু ও মন॥
নজরুল এসলামে ভনে,
আসরেতে লেটোর গানে,
প্রণাম বজলে করীম চরণে, সে যে মোর গুরুজন॥
- রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)।
বরধ্মান জেলার
চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
- গ্রন্থ:
- দুখুমিয়ার লেটো গান। সাধারণ সং। বাছুরীর খোঁজে। প্রথম দৃশ্যান্তর।
দ্বিতীয় গান। বড়ায়ীর গান। সংকলক ওসম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯
অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ২০৪-২০৫।
- নজরুল-সংগীত সংগ্রহ
[রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয়
সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩।
গান সংখ্যা ২৭৭১]
- বিষয়াঙ্গ: 'বাছুরী খোঁজে' পালার নবম গান।
ভণিতা নজরুল এসলাম।