শিরোনাম: এই তো তোমার কমলা বাছুরী, পেলে ভেদি কাঁটা বন।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটো পালা: বাছুরীর খোঁজে)।
এই তো তোমার কমলা বাছুরী, পেলে ভেদি কাঁটা বন।
বাছুরী নহে এ রাধা সুন্দরী, শীতল কর জীবন॥
        ও লো ও সখিরা খুলে দে বাছুরী,
        কানাই দেখুক রাধা সুন্দরী,
যুগলে ঘিরিয়া নাচ গান করি, জুড়াক তনু ও মন॥
        নজরুল এসলামে ভনে,
        আসরেতে লেটোর গানে,
প্রণাম বজলে করীম চরণে, সে যে মোর গুরুজন॥