শিরোনাম: আয় পাষণ্ড যুদ্ধ দে তুই দেখব আজ তোরে।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটো গান। আকবর বাদশার পালা)।
আয় পাষণ্ড যুদ্ধ দে তুই দেখব আজ তোরে।
প্রত্যেক বারের পরাজয়ে লাজ নাই অন্তরে॥
রমণীদের মত হয়ে শুধু সৈন্যদেরই মাঝে
আছিস্ কেন কাপুরুষ বুঝিলাম কাজে,
আর কি রে চাতুরী সাজে মম সমরে॥
কুকুর ছানায় বাদ সেধেছে হায়নার সাথে
এরা চড়াই পাখির দল এসেছে মার্জার মারিতে,
এরা ভেবেছে সব ভুজঙ্গেতে মারবে গড়ুরে॥
বৃষ-শৃঙ্গে বসলে মশা হয় কি অনুভব
নজরুল এসলাম বলে, গাধা হয় না রে মানব,
বৃথা নাড়ো হস্ত পদ বুঝবি এইবারে॥