কৌশল্যা কহেন রামে সজল নয়নে।
না জানি হইবে কবে দেখা তব সনে॥
যে মন্ত্র কৌশল্যা পেয়েছিল আরাধনে।
সই মন্ত্র দিল পুত্র শ্রীরামের কানে॥
চতুর্দশ বর্ষ বনে কুশলে থাকিবে।
রক্ষা কর রামচন্দ্রে লোকপাল সবে॥
ব্রহ্মা বিষ্ণু রাখুন কার্তিক গণপতি।
লক্ষ্মী সরস্বতী রক্ষা করুন পার্বতী॥
একাদশ রুদ্র আর দ্বাদশ যে রবি।
জলে স্থলে রক্ষা কর জননী পৃথিবী॥
চৌদ্দ বর্ষ রহে আমার জীবন।
তবে তোমা সনে রাম হবে দরশন॥
বিদায় লইয়া যান মায়ের চরণে।
গেলেন লক্ষ্মণ সহ সীতা সম্ভাষণে॥
শ্রীরাম বলেন সীতা নিজ কর্মদোষে।
বিমাতার বাক্যে আমি যাই বনবাসে॥