শিরোনাম: ও ভাই, নীলকুঠির ঐ নীলবাঁদর ছিল বদের সর্দার।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটো পালা: নীলকুঠি)।
ও ভাই, নীলকুঠির ঐ নীলবাঁদর ছিল বদের সর্দার।
বাঙলা মায়ের শ্যামল প্রান্তর করছিল ছারখার॥
        নীল চাষেরি জন্যে রে ভাই,
        মারলে শিশু ইংরেজ কসাই,
মা বোনদের উপরে ভাই, হচ্ছিল যে অত্যাচার॥
        নীল চাষেতে পেট ভরে না,
        এ মাঠে তার চাষ হবে না,
লাগাব ধান, ফলবে সোনা, এ মাটি যে হয় সোনার॥
        (আজ) নীলকুঠিতে পড়ল তালা,
        তাড়ালাম ভাই নীলকর শালা,
এখানে হবে রে ভাই পাঠশালা, পড়বে ছেলে সবাকার॥
        নজরুল এসলামে ভনে,
        আসরেতে লেটোর গানে,
দেখলাম আজ এখানে, নীলকরদের অত্যাচার।