শিরোনাম: আগ্রা প্রাসাদ ছেড়ে, দারা চলে যায়, হায় রে হায়।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটো পালা: যুবরাজ দারা শিকোহ্‌)।
আগ্রা প্রাসাদ ছেড়ে, দারা চলে যায়, হায় রে হায়।
শাহজাহান কাঁদে দুর্গে, তাজবিবি কাঁদে রওজায়॥
        কাঁদে তরুলতা, কাঁদে পশুপাখি,
        সকলে কাঁদিছে হায় দারা শিকো লাগি,
হায়! ঐ দারা যায়, দারা পুত্র লয়ে কে তারে ফেরায়॥
        নজরুল এসলাম গায় এ আসরে।
        চলিয়াছে দারা ভাগ্যের ফেরে,
কার ভাগ্যে কি আছে? ভাই রে, বল তা কে খণ্ডায়॥