শিরোনাম:
আগ্রা প্রাসাদ ছেড়ে, দারা চলে যায়, হায় রে হায়।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটো পালা:
যুবরাজ দারা শিকোহ্)।
আগ্রা প্রাসাদ ছেড়ে, দারা চলে যায়, হায় রে হায়।
শাহজাহান কাঁদে দুর্গে, তাজবিবি কাঁদে রওজায়॥
কাঁদে তরুলতা, কাঁদে পশুপাখি,
সকলে কাঁদিছে হায় দারা শিকো লাগি,
হায়! ঐ দারা যায়, দারা পুত্র লয়ে কে তারে ফেরায়॥
নজরুল এসলাম গায় এ আসরে।
চলিয়াছে দারা ভাগ্যের ফেরে,
কার ভাগ্যে কি আছে? ভাই রে, বল তা কে খণ্ডায়॥
- রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)।
বরধ্মান জেলার
চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
- গ্রন্থ:
- দুখুমিয়ার লেটো গান। ঐতিহাসিক পালা। 'যুবরাজ দারা শিকোহ'।
পঞ্চম দৃশ্যান্তর দৃশ্য।
প্রথম গান। ফকিরের গান।
সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯
অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৩৭৯।
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট।
তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৮৬০]
- বিষয়াঙ্গ: 'যুবরাজ দারা শিকোহ' পালার
চতুর্থ গান। ভণিতা 'নজরুল এসলাম'।